বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মারা যাওয়ায় তার সম্মানে সেদিনের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
সূচি পরিবর্তন করে এই দুটি ম্যাচ নিয়ে যাওয়া হয়েছে ৪ জানুয়ারিতে। এবার সূচিতে এসেছে বড় পরিবর্তন। চট্টগ্রাম পর্বের ম্যাচগুলো হবে সিলেটে।
বুধবার সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘আপনারা জানেন যে খালেদা জিয়ার মৃত্যুতে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে।
ওনার আজ জানাজা হয়েছে। উনার সম্মানে দুদিন খেলা বন্ধ রাখা হয়েছে।’
‘তাতে আমাদের প্রথম যে সমস্যাটা আপনারা জানেন যে ফাইনাল ম্যাচ ২৩ তারিখেই করতে হচ্ছে। এরপর ২৬ তারিখ বাংলাদেশ দল চলে যাবে বিশ্বকাপ খেলতে।
একই সঙ্গে প্রোডাকশন ও ভ্রমণজনিত কিছু বিষয় রয়েছে। সবকিছু বিবেচনায় নিয়ে অনেক আলোচনার পর এবং দুই দিনের গ্যাপ এডজাস্টের জন্য আমাদের খেলা এখন দুইটা ভেন্যুতে নিয়ে আসা হচ্ছে।’
‘এটা ছাড়া কোনভাবেই সামঞ্জস্য করা যাচ্ছে না। সুতরাং আমরা আসলেই দুঃখিত চট্টগ্রামের দর্শক আর ম্যানেজমেন্ট এর কাছে।’
বর্তমানে সিলেটে চলছে বিপিএল। আগামী ২ জানুয়ারি পর্যন্ত সিলেটে বিপিএল আয়োজনের কথা ছিল।
তবে পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রয়াণে ৩০ ডিসেম্বরের ম্যাচ স্থগিত করে ৪ জানুয়ারি নিয়ে যায় বিপিএল গভর্নিং কাউন্সিল।
৫ জানুয়ারি থেকে বাকি ম্যাচের সূচি দেয়া হয়েছে নতুন ভাবে। সে অনুযায়ী ৫ জানুয়ারি থেকে ১২ জানুয়ারি চট্টগ্রামের ম্যাচগুলো হবে সিলেটে।
মূলত সূচির বিভিন্ন দিকে সামঞ্জস্য রক্ষার জন্যেই এমন সিদ্ধান্ত নিতে চলেছে বিসিবি।
এ ছাড়াও ফ্র্যাঞ্চাইজিগুলো দেশের সার্বিক পরিস্থিতি চিন্তা করে ভ্রমণে আগ্রহ প্রকাশ করছে না। এ
মনকি ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপকে মাথায় রাখতে হচ্ছে তাদের। কারণ ২৬ জানুয়ারি ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়বে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।
৩০ ডিসেম্বর দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল সিলেট টাইটানস ও চট্টগ্রাম রয়্যালসের।
একই দিন দ্বিতীয় ম্যাচে মাঠে নামার কথা ছিল ঢাকা ক্যাপিটালস ও রংপুর রাইডার্সের। এই দুটি ম্যাচই এখন হবে ৪ জানুয়ারি।


