দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম কমেছে। এবার লিটারপ্রতি কমলো ২ টাকা।
২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের এই নতুন দাম ঘোষণা করেছে সরকার।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি) থেকে এ নতুন দর কার্যকর হবে।
নতুন দর অনুযায়ী, ২ টাকা করে কমে প্রতি লিটার ডিজেল ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা ও পেট্রোলের দাম ১১৮ টাকা নির্ধারণ করা হয়েছে।


