back to top

ফোনের চার্জার বারবার নষ্ট হয় যেসব ভুলে

প্রকাশিত: ০২ জানুয়ারি, ২০২৬ ০৫:১৪

বর্তমান সময়ে মোবাইল ফোন যেন আমাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। সারাদিনের প্রয়োজনীয় কাজ থেকে শুরু করে বিনোদন—সবকিছুর জন্যই আমরা ফোনের ওপর নির্ভরশীল।

কিন্তু ফোন সচল রাখার মূল মাধ্যম চার্জার, অর্থাৎ চার্জার যদি বারবার নষ্ট হয়, তাহলে সমস্যার শেষ থাকেনা। আমাদের ভিতর অনেকেই আছেন যাদের চার্জার নষ্ট হলে কোম্পানিকে দোষারোপ করেন।

কিন্তু তারা কখনো বুঝতে পারেনা যে তাদের ভুলের কারণে অনেক ফোনের চার্জার নষ্ট হচ্ছে।

চলুন তাহলে জেনে নেওয়া যাক কোন কোন ভুলের কারণে চার্জার নষ্ট হয় সেই সম্পর্কে বিস্তারিত।

ফোনে অতিরিক্ত চার্জ দেওয়ার অভ্যাস
আমাদের ভিতর অনেকেরই অভ্যাস থাকে ফোনে বারবার চার্জে দেওয়া বা ১০০% চার্জ হওয়ার পরও ফোন চার্জে রাখা। আবার অনেকে ঘুমানোর আগে ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পরেন।

যার ফলে ফোনে অতিরিক্ত চার্জ হয়। আর এই বেশি চার্জিং-এর কারণে চার্জারের সূক্ষ্ম তারগুলো গরম ও দুর্বল হয় এবং শেষপর্যন্ত চার্জার নষ্ট হয়ে যায়।

সস্তা বা নকল চার্জার ব্যবহার
টাকা সাশ্রয়ের জন্য অনেকেই বাজার থেকে সস্তা বা নকল চার্জার কিনে থাকেন। কিন্তু ডুপ্লিকেট চার্জার ফোনের ব্যাটারির জন্য ঝুঁকিপূর্ণ।

এছারা ঢিলা সকেট বা ত্রুটিপূর্ণ সুইচে চার্জার ব্যবহার করলে অতিরিক্ত চাপ সৃষ্টি হয়, যা চার্জারকে দ্রুত নষ্ট করে। তাই সবসময় ফোনের সঙ্গে থাকা অরিজিনাল চার্জার ব্যবহার করার চেষ্টা করবেন।

চার্জার ক্যাবল ও পোর্টের নিয়মিত যত্ন
অনেকেই ফোন চার্জে লাগিয়ে ব্যবহার করেন, যার ফলে চার্জার বাঁকা হয়ে ভেতরের তার ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

এছাড়া ফোন চার্জ দেওয়ার সময় বিছানা বা বালিশের ওপর রাখা উচিত নয়, কারণ এতে তাপ আটকে গিয়ে ফোন ও চার্জার উভয়ই ক্ষতিগ্রস্ত হতে পারে।

নিরাপদ চার্জিং-এর জন্য কিছু পরামর্শ
*সবসময় ফোনকে শক্ত ও সমান জায়গায় রেখে চার্জ দিন।
*চার্জার খোলার সময় কেবল ধরে না টেনে সরাসরি প্লাগ ধরে আলতোভাবে খুলুন।
*ফোনের চার্জ সম্পূর্ণ হওয়া মাত্রই সুইচ বন্ধ করুন এবং প্লাগ খুলে রাখুন।