back to top

শনিবারও ঘন কুয়াশা থাকতে পারে

প্রকাশিত: ০২ জানুয়ারি, ২০২৬ ১০:৫৪

দেশের সাত জেলায় বিরাজমান শৈত্যপ্রবাহ আগামীকাল শনিবারও চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া   শনিবার দুপুর পর্যন্ত ঘন কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, আজ দেশের গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, পঞ্চগড়, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার ওপর দিয়ে মুদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং কিছু কিছু জায়গা থেকে তা প্রশমিত হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌপরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।