back to top

জনপ্রিয়তা ও বিক্রি বেড়েছে শীত কমানো পণ্যের

প্রকাশিত: ০২ জানুয়ারি, ২০২৬ ১১:৩৫

কয়েকদিন ধরে শীতের প্রকোপ বেড়েছে। হাঁড় কাপানো শীতে নগর জীবন জবুথবু  সূর্যের দেখাও মিলছে না অনেকটা সময়। এমন শীতের তীব্রতা কমাতে অনেকেই ভিড় জমাচ্ছেন শীত কমানোর কাজে ব্যবহৃত বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকানে । এৃন পরিস্থিতিতে  বেচাবিক্রি বেড়েছে গিজার,রুম হিটার, হটপট, ফ্লাক্সসহ নানা যন্ত্রপাতির।

নগরীর বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যের দোকানে ওয়ালটন, যমুনা, আরএফএল,মিয়াকো, কনকা, নোভা, ভিশন, নিশান, সিংগারসহ নানা ব্র্যান্ডের শীত কমানোর পণ্য বিক্রি বেড়েছে।

ক্রেতারা গিজার, রুম হিটার, গরম বাতাসের ফ্যান, বৈদ্যুতিক কেটলি ও জগ, হটপট, ফ্লাস্ক ইত্যাদি কিনছেন ।সাধারণ গৃহস্থালি পণ্যের তুলনায় এসব ইলেকট্রনিক পণ্যের চাহিদা এখন তুলনামূলক বেশি।

চান্দগাঁও এলাকার একটি ইলেকট্রনিকস পণ্যের দোকান থেকে রুম হিটার কিনছিলেন ওসমান গণি। তিনি বলেন, এবার শীত বেশি পড়েছে। এখন বাচ্চাদের কথা ভেবে রুম হিটার কিনছি। তারা রাতে গায়ে কাপড় রাখতে চায় না। রুম হিটারে অন্তত ঘরটা গরম থাকবে।

আরেক ক্রেতা সিতারা বেগম কিনছিলেন কেটলি। তিনি বলেন, গরম পানি ছাড়া পরিবারের কেউ গোসল, ওজু কিছুই করতে চাচ্ছে না। তাই কেটলি কেনা জরুরি হয়ে পড়েছে।

বিক্রেতা নুরুল আলম বলেন, বছরের অন্যান্য  সময়ের তুলনায় এখন কেটলি, ফ্লাস্ক, হটপট বিক্রি হচ্ছে বেশি ।  শীত বাড়ায় এসব পণ্যের বিক্রি বেড়েছে । পাইকারিতেও গ্রামগঞ্জে পণ্য যাচ্ছে।

বিভিন্ন ইলেকট্রনিক পণ্যের দোকানের বিক্রয় কর্মীর জানান , শীতের শুরু থেকে মৌসুমি এসব যন্ত্রের বিক্রি এমনিতেই বেড়ে যায়। তবে গত কয়েকদিনের তীব্র শীতে এবার চাহিদা বেড়েছে আরও বেশি।