চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশ থেকে উদ্ধার হওয়া দুই শিশুর মধ্যে ছোট ভাই মোরশেদের (২) শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। বর্তমানে মোরশেদ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে চমেক হাসপাতালের আইসিইউতে ভর্তি করানো হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, শিশু দুইটির দায়িত্ব জেলা প্রশাসক মহোদয় নিয়েছেন। উদ্ধারের সময় থেকেই ছোট শিশু মোরশেদ অসুস্থ ছিল। দীর্ঘদিন চিকিৎসাসেবা না পাওয়ায় তার শারীরিক অবস্থা সংকটাপন্ন হয়ে পড়েছে। চিকিৎসকরা আন্তরিকতার সাথে সার্বক্ষণিক তার খোঁজ রাখছে এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করছে।
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর রাতে চট্টগ্রাম আনোয়ারার পিএবি সড়কের পাশ থেকে অভিভাবকহীন দুই শিশুকে উদ্ধার করেন স্থানীয় এক সিএনজি চালক। পরে বিষয়টি জানাজানি হলে মানবিক দিক বিবেচনায় জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন শিশু দুইটির দায়িত্ব গ্রহণ করেন।
পরে বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক ১টার দিকে বাঁশখালী উপজেলা থেকে তাদের বাবা খোরশেদ আলমকে আটক করে পুলিশ । তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় মহামুনি এলাকায়।


