পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে ৮ হাজার পিস ইয়াবাসহ থোয়াইহ্লা মার্মা নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ক্যাকরোপ জুমখোলা এলাকা থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক থোয়াইহ্লা মার্মা একই এলাকার চাহ্লা মার্মার ছেলে। এ সময় তার আরও এক সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে বলে তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, অভিযানকালে থোয়াইহ্লা মার্মাকে হাতেনাতে আটক করা হয় এবং তার হেফাজত থেকে প্রায় ৮ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল বাতেন মৃধা জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


