আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসন থেকে ভোটের লড়াইয়ের জন্য মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
এদের মধ্যে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন দুজন। সেদুজনসহ সকল প্রার্থীরই মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।
শনিবার সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট যাচাই কার্যক্রমের দ্বিতীয় দিনে চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্রগুলো যাচাই বাচাই শেষে বৈধ ঘোষণা দেন।
এ আসন থেকে বিএনপি মনোনীতি দুই প্রার্থী হলেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক আহ্বায়ক গোলাম আকবর খন্দকার।
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী দলীয়ভাবে দুটি মনোনয়নপত্র দাখিল করেন। এর একটি সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং অন্যটি প্রধান রিটার্নিং কর্মকর্তা বরাবর জমা দেন।
যাচাই-বাছাইয়ে তার দাখিল করা প্রথম মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। কাজেই তার জমা দেওয়া দ্বিতীয় মনোনয়নপত্র যাচাই করা হয়নি।
জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ বলেন, ‘নির্বাচন কমিশনের বিধান অনুযায়ী একই প্রার্থী একই দলের পক্ষ থেকে একাধিক মনোনয়নপত্র দাখিল করলে প্রথমে দাখিল করা মনোনয়নপত্রটি যাচাই করা হয়। সেটি বৈধ হলে পরবর্তী মনোনয়নপত্র আর যাচাই করা হয় না।’
এদিন চট্টগ্রাম-৬ আসনে দাখিল করা আরও তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
তারা হলেন- জামায়াতে ইসলামীর মো. শাহজাহান মঞ্জু, গণসংহতি আন্দোলনের নাছির উদ্দিন তালুকদার এবং বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহাম্মদ ইলিয়াছ নুরী।
গত বছরের ৪ ডিসেম্বর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকেও দলীয় মনোনয়ন দেয় বিএনপি। এরপর থেকে অপর প্রত্যাশী গোলাম আকবর খন্দকারের সমর্থকরা সহিংস আন্দোলন শুরু করে।
তাদের দাবির মুখে, গত ২৮ ডিসেম্বর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা চিঠির মাধ্যমে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়।
