চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ (৩ জানুয়ারি) সকালে চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে যাচাই-বাছাই শেষে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।
এ সময় হাটহাজারী উপজেলার বিএনপি নেতা গিয়াস চেয়ারম্যান, ছাত্রদল নেতা ত্বকীবুল হাসান, মনিরুল আলম জনিসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
