ওমানের রাজধানী মাস্কেটের আজেইবা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৪ বাংলাদেশি। বৃহস্পতিবার (১ জানুয়ারি) ভোর ৫টায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে দুইজন কক্সবাজারের। তারা হলেন- কক্সবাজারের রামু উপজেলার ৪ নং ওয়ার্ড মন্ডল পাড়ার সাঈদ নুরের ছেলে লোকমান হাকিম রুমেল (৪৩) এবং উখিয়া উপজেলার ৮ নং ওয়ার্ডের ঝুমকা নাপিত পাড়ার হাসি রাম শীলের ছেলে প্রদীপ শর্মা নিলয় (৩৪)।
নিহত অপর দুইজন হলেন-কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিডালির মো. শাহজাহানের ছেলে মো. রুবেল (৩১) এবং মনোহরগঞ্জ উপজেলার আবু তাহেরের ছেলে হারুন অর রশিদ (৩২)।
বাংলাদেশ কমিউনিটি সূত্র জানা গেছে, ভোর পাঁচটায় একটি প্রাইভেট গাড়িতে চাকরিতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তারা অন্য একটি গাড়ির সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়।
গুরুতর আহত আবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। কিন্তু তাদের বাঁচানো যায়নি।
তাদের মরদেহ মরদেহ মাস্কাট রিছাইল মদিনাতুল তাব্বা এলাকায় মেডিকেল সিটি মেলেটারি হসপিটাল (MCMSS) হিমঘরে রাখা হয়েছে।
গাড়িচালক বাংলাদেশি ড্রাইভার সাঈদ বর্তমানে নগরীর কোলা হসপিটালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন। তার দেশের বাড়ি কুমিল্লায়।
ওমানের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গুরুত্বের সাথে দেখা হচ্ছে বিষয়টি। ওমানে আইনি প্রক্রিয়া শেষে দেশে পাঠানো হবে তাদের মরদেহ।
এমন মর্মান্তিক দুঘর্টনায় খবরে ওমানে বাংলাদেশ কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।


