back to top

সীতাকুণ্ড আসনে আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশিত: ০৩ জানুয়ারি, ২০২৬ ১৪:১৯

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড ও আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক মো. আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা।

আজ শনিবার (৩ জানুয়ারি) বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে প্রার্থীদের হলফনামায় দেওয়া তথ্য পর্যালোচনা শেষে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী অধ্যাপক মো. আসলাম চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

চট্টগ্রাম-৪ আসন থেকে স্বতন্ত্র ও রাজনৈতিক দলের মিলিয়ে মোট ১০ জন মনোনয়নপত্র দাখিল করেন।

এর মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আনোয়ার ছিদ্দিক চৌধুরী এবং বিএনপির প্রার্থী অধ্যাপক মো. আসলাম চৌধুরীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত যাচাই বাছাই কার্যক্রম চলছে।

এর আগে, চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রাথমিকভাবে প্রার্থী হিসেবে কাজি মোহাম্মদ সালাউদ্দিনকে ঘোষণা করেছিল। তবে পরবর্তীতে তার পরিবর্তে আসলাম চৌধুরীকে বিএনপি চূড়ান্ত মনোনয়ন দেয়।

বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আমাদের নেতাকর্মীদের ত্যাগের ফসল। নেতাকর্মী ও সাধারণ মানুষেরা আমার পাশে ছিলেন। তারা চেয়েছেন বলেই প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থী পরিবর্তন করে আমাকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে দল।

আমি মনোনয়নপত্র ও হলফনামা দাখিল করেছিলাম। রিটার্নিং কর্মকর্তা যাচাই বাছাই করেই আমার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন।’