back to top

স্ত্রীসহ অভিনেতা আশিস বিদ্যার্থী সড়ক দুর্ঘটনায় আহত

প্রকাশিত: ০৪ জানুয়ারি, ২০২৬ ০৪:৩৯

বলিউডের দাপুটে অভিনেতা আশিস বিদ্যার্থী সড়ক দুর্ঘটনায় স্ত্রীসহ আহত হয়েছেন। শুক্রবার গভীর রাতে গুয়াহাটির গীতানগর এলাকার জু রোডে এই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, একটি দাওয়াতে গিয়েছিলেন তারা। ‘দ্য গুয়াহাটি অ্যাড্রেস’ নামের রেস্টুরেন্ট থেকে বেরিয়ে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়।

এতে ভারসাম্য হারিয়ে দুজনেই রাস্তায় পড়ে যান এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত পান। এই ঘটনায় মোটরবাইক চালক নিজেও আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় গীতানগর থানার পুলিশ।

ঘটনার পরপরই বিষয়টি নিয়ে অনুরাগীদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। শনিবার সকালে সেই দুশ্চিন্তার কথা জানতে পেরে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় নিজেদের শারীরিক অবস্থার কথা জানান অভিনেতা।

ভিডিওতে আশিস বিদ্যার্থী বলেন, ‘আমি আর রূপালী এখন ভালো আছি। আপনারা দুশ্চিন্তায় রয়েছেন জেনে মনে হলো আপডেট দেয়া দরকার। আমি একেবারে ঠিক আছি। রূপালী চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছে।

দুর্ঘটনায় আহত বাইকচালকেরও খোঁজ নিয়েছি। তিনি আগের থেকে ভালো আছেন, তার জ্ঞান ফিরেছে।’

উল্লেখ্য, আশিষ বিদ্যার্থী একজন ভারতীয় অভিনেতা, হিন্দি, তেলুগু, তামিল, কন্নড়, মালয়ালম, ইংরেজি, ওড়িয়া, মারাঠি এবং বাংলা চলচ্চিত্রে কাজ করেন।

তিনি তার খলনায়ক চরিত্রের অভিনয়ের জন্য বিখ্যাত। ১৯৯৫ সালে তিনি দ্রোহকাল চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত করেন।