back to top

সাতকানিয়ায় অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার ১

প্রকাশিত: ০৪ জানুয়ারি, ২০২৬ ১৩:৫১

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পশ্চিম ঢেমশা ইউনিয়নে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ মোহাম্মদ ইফতেখার (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

আজ রবিবার (৪ জানুয়ারি) ভোররাতে ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইছামতী গ্রামের দৌলত শাহ পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নিহত ইফতেখার ওই এলাকার ইউনুস দারোয়ানের ছেলে।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইফতেখারকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশের একটি ছাগলের খামার থেকে অবৈধ অস্ত্র, গুলি ও রামদা উদ্ধার করা হয়।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঞ্জুরুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “অস্ত্র ও গুলিসহ ইফতেখার নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তার বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। বর্তমানে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।”

এর আগে গত ২৮ ডিসেম্বর একই এলাকা থেকে সেলিম নামে আরও এক ব্যক্তিকে অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার করেছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।