ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষ্যে বান্দরবানের প্রশাসনের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা করেছেন নির্বাচন কমিশনার।
সোমবার (৫ জানুয়ারী) সকালে বান্দরবান পুলিশ লাইনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.)।
প্রধান অতিথির বক্তব্যে ইসি মো. সানাউল্লাহ বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে স্বচ্ছ ও নিরপেক্ষ।
তিনি বলেন, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। আমাদের দায়িত্ব সৎ ও নিরপেক্ষভাবে পালন করা। তাই আমরা মনে করি এবারে নির্বাচন হবে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও দৃঢ়তার সাথে।
বলেন, আগামী নির্বাচনে নিরপক্ষ হয়ে কাজ করতে হবে। কোনো রাজনৈতিক সংগঠনের ছত্রছায়া হিসেবে কোনো পক্ষে কাজ করার থেকে বিরত থাকতে হবে।
নির্বাচন কমিশন চাই আগামী নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বপ্রথম জাতীয় নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে মানুষের যে ভোট দেয়ার অধিকার সেটি নিশ্চিত করতে চাই।
পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে নির্বাচনের গঠিত ডিজিল্যান্স ও অবজারভেশন টিম সাথে মতবিনিময় সভায় অংশ নেন। এসময় অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে আলোচনা করা হয়।
সভায় জেলা প্রশাসক শামিম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমানসহ প্রশাসনের উচ্চতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


