back to top

ভেনেজুয়েলায় মার্কিন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৮০

প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬ ০৮:২২

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার লক্ষ্যে কারাকাসে চালানো মার্কিন অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে।

নিহতদের মধ্যে ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীর সদস্য ছাড়াও উল্লেখযোগ্য সংখ্যক বেসামরিক নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

রবিবার (৪ জানুয়ারি) নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে ভেনেজুয়েলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে এই তথ্য জানানো হয়।

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ এক বিবৃতিতে নিশ্চিত করেছেন যে, মার্কিন বাহিনীর এই অভিযানে মাদুরোর ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর একটি বড় অংশ প্রাণ হারিয়েছেন। তবে তিনি নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেননি।

ভেনেজুয়েলা সরকারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, মার্কিন বাহিনী অত্যন্ত ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় এই হামলা চালিয়েছে। যদিও দেশটির সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিহতের মোট সংখ্যা প্রকাশ করেনি।

এই অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে সামরিক কর্মীরাও রয়েছেন।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল ডিয়াজ-ক্যানেল। তিনি বলেন, ‘আমাদের স্বদেশীরা অত্যন্ত বীরত্বের সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করেছেন। তারা সরাসরি যুদ্ধ অথবা বোমা হামলার শিকার হয়ে জীবন উৎসর্গ করেছেন।’

নিহতদের স্মরণে কিউবায় ৫ এবং ৬ জানুয়ারি দুই দিনের সরকারি শোক দিবস পালনের ঘোষণা দেওয়া হয়েছে।

ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইভান গিল পিন্টো এই অভিযানকে ‘অপরাধমূলক এবং কুখ্যাত’ আক্রমণ হিসেবে বর্ণনা করেছেন।

তিনি প্রতিরক্ষা মিশনের অংশ হিসেবে দায়িত্ব পালনকালে নিহত কিউবান নাগরিকদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। ভেনেজুয়েলা প্রশাসনের দাবি, এই অভিযান আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের চরম লঙ্ঘন।

কারাকাসের বর্তমান পরিস্থিতি অত্যন্ত থমথমে এবং এই ঘটনার পর ল্যাটিন আমেরিকা অঞ্চলে নতুন করে ভূ-রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।