back to top

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ০৬ জানুয়ারি, ২০২৬ ১১:৪০

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ২ নং ওয়ার্ড আকতারিয়া পাড়া এলাকায় পুকুরের পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে মর্মান্তিক ঘটনায় নিহত শিশুটির নাম তামিম হাসান। সে ওই এলাকার রেজাউল করিমের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসীরা জানিয়েছে, প্রতিদিনের দুই শিশু বাড়ির পাশের পুকুরে পাড়ে খেলছিল।

হঠাৎ দুই শিশুই পানিতে পড়ে যায়। এলাকার লোকেরা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে এক শিশুকে মৃত ঘোষণা করে আরেক শিশু প্রথমিক চিকিৎসা নিয়ে বাসায় চলে আসে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শিমুল দত্ত বলেন, পুকুরে পানিতে ডুবে একটা শিশুকে হাসপাতালে নিয়ে এসেছিলেন।

শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে রেফার করা হয়েছে।

আধুনগর ইউপির চেয়ারম্যান নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।