চিঠিতে লোয়াব প্রেসিডেন্ট এলপি গ্যাস খাতে আগাম কর (এটি) শূন্য শতাংশ করার আহ্বান জানিয়ে বলেন, উৎপাদন পর্যায়ে মূসক অব্যাহতি দিয়ে আমদানি পর্যায়ে মূসক ১০ শতাংশ আরোপ করা হলে আমদানি পর্যায়ে পরিশোধিত আগাম কর উৎপাদন পর্যায়ে সমন্বয়ের সুযোগ থাকবে না। এ ছাড়া আগাম কর একটি ফেরতযোগ্য শুল্ক যা রিফান্ড করা সময়সাপেক্ষ বিধায় আমদানি পর্যায়ে আগাম কর অব্যাহতি দিলেও সরকারের রাজস্ব বাড়বে এবং এলপিজি গ্যাসের বাজারমূল্যের তারতম্য হবে না।
লোয়াব প্রেসিডেন্ট চিঠিতে এলপি গ্যাসের বাজারে স্থিতিশীলতা রক্ষা করে শিল্পটিকে উত্তম বাণিজ্যিক পরিবেশ দেওয়ার জন্য উৎপাদন পর্যায়ে বিদ্যমান মূসক অব্যাহতি দিয়ে আমদানি পর্যায়ে মূসক ১০ শতাংশ ও আগাম কর শূন্য শতাংশ ধার্যের লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ জানান।


