চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাহ আমানত হল থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক বহিরাগত কর্মীকে রামদাসহ আটক করা হয়েছে।
বুধবার রাত ১২টার দিকে নূর হোসেন বিপ্লব নামের ২৩ বছর বয়সী ওই বহিরাগত যুবককে আটক করে পুলিশে দেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
জানা গেছে, আটক বিপ্লব বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা আউটসোর্সিং প্রতিষ্ঠান ‘আইএসএস’-এর কর্মী এবং তার বাবা শাহ আমানত হলের বাবুর্চি। ক্যাম্পাসের অনেকে তাকে চেনেন ‘আতঙ্ক বিপ্লব’ নামে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক হোসেন শহিদ সরওয়ার্দী বলেন, “জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নিজেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়।
বিষয়টি শিক্ষার্থীদের জন্য আতঙ্কের হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে থানায় সোপর্দ করা হয়েছে এবং প্রশাসনকেও জানানো হয়েছে।”
বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তর থেকে বৃহস্পতিবার এ বিষয়ে একটি মামলা করা হবে বলে প্রক্টর হোসেন শহিদ সরওয়ার্দী জানিয়েছেন।


