চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাঠবাহী ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় নাফিজ আহমেদ (১৭) নামের একজন নৌ-সদস্যসহ তিনজন নিহত হয়েছেন।
এতে আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (৯ জানুয়ারি) ভোরে মহাসড়কের বারইয়ারহাট ধুমঘাট ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিদের মধ্যে নৌ সদস্য নাফিজ আহমেদ মিরসরাই উপজেলার মজদিয়া গ্রামের নুর আলমের ছেলে। বাকিরা হলেন—চট্টগ্রামের চাদগাঁও থানার রিয়াজ উদ্দিন সড়ক এলাকার মো. হেলালের মেয়ে ছাবিতুন নাহার (২৫) ও গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার কাতলামারী এলাকার মৃত নয়া বেপারীর ছেলে মিন্টু মিয়া (৪৫)। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ঢাকা অভিমুখে যাত্রা করা সেন্টমার্টিন পরিবহনের একটি ডাবল ডেকার বাস ধুনঘাট ব্রিজের আগে বনবিভাগের চেকপোস্টের উত্তর পাশে দাঁড়িয়ে থাকা একটি কাঠবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।
ঘটনাস্থলে ৩ জনের মরদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর এবং আহত অন্তত ১০জনকে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করার তথ্য জানিয়েছেন বারইয়ারহাট ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা জয়নাল আবেদীন তিতাস।
বাসযাত্রীদের ধারণা, গভীর রাতে মহাসড়কে কুয়াশা থাকায় চালক সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকটি বুঝতে পারেননি। এ কারণেই দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ আইনিপ্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


