back to top

পটিয়ায় যুবলীগ নেতা শাহরিয়ার শাহরু গ্রেপ্তার

প্রকাশিত: ০৮ জানুয়ারি, ২০২৬ ১৩:২৪

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগ নেতা আবু ছালেহ মো. শাহরিয়ার শাহরুকে (৪৬) গ্রেপ্তার করেছে পটিয়া থানার পুলিশ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে ভাটিখাইন ইউনিয়নের করলস্থ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর বাড়িতে আসার খবর পাওয়ার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

শাহরু আওয়ামী লীগের দুঃসময়ে দলীয় কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং অসচ্ছল কর্মীদের সহায়তা করেছেন।

পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানান, শাহরু সন্ত্রাসবিরোধী আইনের মামলাসহ ৩টি মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।