back to top

আবারও চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম

প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ০৫:৩৩

আবারও চালু হতে যাচ্ছে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম। এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য এই কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমাদের ভোটার তালিকা ও প্রার্থীর যাচাই-বাছাইয়ের কাজ শেষ হয়েছে। এখন পোস্টাল ব্যালট প্রিন্টের কাজ চলমান রয়েছে।

এ প্রিন্টের কাজ চলতি মাসের ১৮ জানুয়ারির মধ্যে শেষ হওয়ার পরপরই এনআইডি সংশোধন কার্যক্রম চালু করব আমরা।