back to top

চন্দনাইশে জসিমের প্রধান সমম্বয়কারীর গাড়িতে হামলা

প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ০৭:৪১
চট্টগ্রামের-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী জসিম উদ্দিন আহমদের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর গাড়িতে গুলি ও হামলার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ১১টার দিকে সাতকানিয়ার বাজালিয়া বাসস্টেশন ভাঙা সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, সাতকানিয়া পুরানগড় ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে যোগ দিয়ে চন্দনাইশে ফিরে আসার সময় সমন্বয়কারী এম এ হাসেমসহ অন্যদের বহনকৃত মাইক্রোবাসে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় গাড়ি লক্ষ্য করে গুলিও ছোঁড়া হয় বলে অভিযোগ করেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা।

এম এ হাসেম ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। তিনি জানান, ‘গাড়িচালকের দক্ষতায় আমরা রক্ষা পেয়েছি। গাড়ির ভাঙা কাচের আঘাত লেগেছে। গাড়িতে আমার সঙ্গে ৮-৯ জন নেতা-কর্মী ছিলেন।
পুলিশকে হামলার বিষয়ে জানানো হয়েছে’।সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজরুল হক বলেন, ‘রাত ১১টার দিকে বাজালিয়া এলাকায় এম এ হাসেমের গাড়িতে হামলা ও গুলি ছোঁড়ার মৌখিক অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে’।