জানা গেছে, ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে বুধবার দুপুরের দিকে কফিরুল ইসলাম নামের এক ব্যক্তি বিভিন্ন ব্যাংকের এটিএম বুথ থেকে ৩ লাখ টাকা উত্তোলন করেন। তিনি টাকা নিয়ে অফিসে যাওয়ার পথে মো. কফিল উদ্দিন ও নুর উদ্দিন প্রকাশ সেকুল পথরোধ করে মারধর করতে থাকে। এক পর্যায়ে দেশিয় অস্ত্রের ভয় দেখিয়ে তার কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে কফিরুল ইসলামের তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সাহায্যে আসামিদের অবস্থান শনাক্ত করে ইপিজেড থানা পুলিশ।
ইপিজেড এলাকা থেকে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ০৮:০৮


