back to top

রাঙ্গুনিয়ায় বসতঘর থেকে অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেপ্তার ১

প্রকাশিত: ০৯ জানুয়ারি, ২০২৬ ১৪:২৭

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার নারায়ণনগর পশ্চিম সরফভাটা এলাকার একটি বসতঘরে বিশেষ অভিযান পরিচালনা করে একটি একনলা বন্দুক, ৯টি কার্তুজ ও বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।

আজ ‎শুক্রবার (৯ জানুয়ারি) গোপন সোর্সের তথ্য পেয়ে এ অভিযান চালানো হয়। এসময় এসব অস্ত্র রাখার দায়ে মো. জাহেদ (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ‎গ্রেপ্তার জাহেদ ওই এলাকার মৃত আবদুস শহিদের ছেলে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ পরিচালিত অভিযানে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিলাল উদ্দিন আহমেদ বলেন, গ্রেপ্তার জাহেদের বিরুদ্ধে দক্ষিণ রাঙ্গুনিয়াসহ বিভিন্ন থানায় মারামারি ও চাঁদাবাজিসহ তিনটি মামলা রয়েছে।