চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বালুঘাট ফকিরবাড়ির দিদার আলমের বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে রুবেল (৩০) নামে অপহৃত এক যুবকে উদ্ধার করেছে যৌথবাহিনী।
শুক্রবার (৯ জানুয়ারি) রাত পৌনে ১০টা থেকে দিবাগত রাত পৌনে ৩টা পর্যন্ত পরিচালিত বিশেষ এ অভিযানে মাদক ও দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন-উপজেলার গুনগুনিয়া বেতাগীর মো. মজু মিয়ার ছেলে মো. আব্দুস সালাম (২২), পোমরা আজিম নগরের মৃত দানু মেম্বারের ছেলে শাহেদ হাসান (৩৫) ও পোমরা হাইনি পাড়ার মৃত আব্দুল করিমের ছেলে ওবায়দুল মুস্তফা সৌরভ (৩১)।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, আটক আসামিদের থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


