back to top

টেকনাফে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ০৭:৫৭

কক্সবাজারের টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে এক অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত আনুমানিক ৯ টার দিকে ওই এলাকার বেড়িবাঁধ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কিশোরীর বয়স আনুমানিক ১২ থেকে ১৩ বছর বলে ধারণা করা হচ্ছে। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে একটি বাংলাদেশি এবং দুটি মালয়েশিয়ার মোবাইল নম্বর পাওয়া গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজের পর বেড়িবাঁধ এলাকায় হঠাৎ এক নারীর চিৎকার শুনে তারা ঘর থেকে বের হন।

পরে সেখানে গিয়ে দেখতে পান, ওই কিশোরী বমি করছিল। পরিচয় জানতে চাইলে সে নিজের নাম আরফা এবং বাড়ি মহেশখালী বলে জানায়।

প্রত্যক্ষদর্শীরা আরও জানান, ব্যাগে পাওয়া বাংলাদেশি নম্বরে ফোন করলে শাহপরীর দ্বীপ এলাকার সেলিম মিস্ত্রি নামের এক ব্যক্তির পরিচয় পাওয়া যায়।

তিনি কিশোরীকে চেনেন বলে জানান, তবে পরে ফোন বন্ধ করে দেন। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

স্থানীয়রা বিজিবির সঙ্গে কথা বলে কিশোরীকে হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলেও তার আগেই সে মারা যায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

শাহপরীর দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সনজিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘোলার পাড়া বেড়িবাঁধ এলাকা থেকে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।