back to top

কৃষি জমির টপসয়েল কাটায় ৬টি ডাম্প ট্রাক ও স্কেভেটর জব্দ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ০৮:৩১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ১ নম্বর ওয়ার্ডের ছোট ছিলোনীয়া ও মহারাজার বাড়ি এলাকায় মধ্য রাতে কৃষি জমির টপসয়েল কাটার খবরে তাৎক্ষনিক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (৯ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে পরিচালিত এ অভিযানে মাটি কাটার সথ্যতা পাওয়ায় ঘটনাস্থল থেকে ৬টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করেছে প্রশাসন।

তবে এসময় মাটি কাটার সাথে জড়িত কাউকে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এসব তথ্য নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নজরুল ইসলাম।

তিনি জানান, কৃষি জমির টপসয়েল কাটার খবর পেয়ে মধ্যরাতে অভিযান চালানো হয়েছে।

অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও টপসয়েল উত্তোলনে ৬টি ডাম্প ট্রাক ও একটি স্কেভেটর জব্দ করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।