ছোট্ট আদুরে কিউট মা মনি নেয়না মোস্তফা। আল হিদায়াহ্ ইন্টারন্যাশনাল স্কুলের নার্সারিতে পড়ুয়া ক্ষুদে মা’টার দেখতে দেখতে কখন যেন ৬টা বছর পেরিয়ে গেল!
মা’মনিটা আজ ৭ বৎসরে পা দিয়েছে। মনে হচ্ছে এইতো সেদিনের কথা। ৬ বছর আগের ৯ জানুয়ারি আমার ঘর আলো করে মা এলো। আজ তারই ৬ষ্ঠ জন্মদিন।
শুভ জন্মদিন মা’মনি। তোমার জন্মদিনে তোমাকে মনে করিয়ে দিতে চাই যে তুমি কতটা বিশেষ। তোমার ভেতরে যে শক্তি, মেধা, আর সাহস আছে, তা দিয়ে তুমি যেকোনো স্বপ্ন পূরণ করতে পারো।
জীবনের প্রতিটি চ্যালেঞ্জকে নিজের শক্তিতে জয় করার সাহস রাখো। মনে রেখো, তোমার পথচলায় আমরা সবসময় পাশে আছি। তুমি যে আলো নিয়ে এসেছো, তা দিয়ে পৃথিবীকে আলোকিত করো।
তোমার প্রতিটি দিন হোক নতুন সম্ভাবনায় ভরপুর। মহান আল্লাহ তোমার জীবনকে সুখ, শান্তি এবং সাফল্যে ভরিয়ে তুলুক
ঠিক এভাবেই যে যার মতো করেই জন্মদিনে ছোট্ট নেয়নাকে শুভেচ্ছা,ভালবাসা ও আদর জানিয়েছেন তার বাবা,মামা,দিদা ও দাদু।
চট্টগ্রামের আঞ্চলিক দৈনিক পত্রিকা চট্টগ্রাম সংবাদ প্রতিদিনের পক্ষ থেকেও ক্ষুদে মা মনিটার জন্মদিনে অনেক অনকে শুভেচ্ছা ও দোআ রইলো।


