back to top

চট্টগ্রাম প্রেস ক্লাবে শতাধিক গণমাধ্যম কর্মচারীদের মাঝে কম্বল বিতরণ

প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬ ১৫:০১

চট্টগ্রাম প্রেস ক্লাবের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যম কর্মচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

চট্টগ্রাম প্রেস ক্লাব ও পিস অ্যান্ড পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের যৌথ উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আজাদ। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন পিস অ্যান্ড পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের সহসভাপতি হেলাল সিকদার এবং সোনালী কণ্ঠের ব্যুরো প্রধান প্রণয় দাশ গুপ্ত শিমুল।

প্রধান অতিথির বক্তব্যে দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালেক বলেন, শীতবস্ত্র বিতরণ একটি মহৎ উদ্যোগ। যাদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে, এটি তাদের জন্য উপহারস্বরূপ। সারাদেশে তীব্র শীতের এই সময়ে এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

সমাজ ও রাষ্ট্রের সবাই যদি এভাবে শীতার্ত মানুষের পাশে দাঁড়ায়, তাহলে মানবিকতার জয় হবে।

বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, পিস অ্যান্ড পিস ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটসের চেয়ারম্যান কামরুল কায়েস চৌধুরী এবং প্রেস ক্লাবের উপকমিটির উপদেষ্টা মইনুদ্দীন কাদেরী শওকত।

এ ছাড়া বক্তব্য দেন প্রেস ক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ফারুক আবদুল্লাহ ও আজিজা হক পায়েল। অনুষ্ঠান শেষে শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়।