back to top

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট ডাইভার্ট; বাড়ছে যাত্রী ব্যয়-ভোগান্তি

প্রকাশিত: ১৩ জানুয়ারি, ২০২৬ ১৮:৫৯

শাহজালাল বিমানবন্দরে ঘন কুয়াশায় একের পর এক ফ্লাইট ডাইভার্ট হচ্ছে। এক সপ্তাহেই ৫০টির বেশি ফ্লাইট ডাইভার্ট করে অবতরণ করেছে চট্টগ্রাম, সিলেট বা কলকাতাসহ বিভিন্ন বিমানবন্দরে। এতে ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেমে ফের অবনতি হয়েছে। এমন পরিস্থিতিতে বাড়ছে যাত্রী ভোগান্তি। ব্যাহত হচ্ছে এয়ারলাইন্সগুলোর শিডিউল। বাড়তি খরচের চাপে পড়ছে পুরো বিমান চলাচল ব্যবস্থা। এদিকে শীতজুড়েই এই সংকট থাকবে বলে জানিয়েছে সিভিল অ্যাভিয়েশন।