back to top

শাহজালালে যাত্রীর পাকস্থলীতে মিলল ৬৩৭৮ পিস ইয়াবা

প্রকাশিত: ০২ নভেম্বর, ২০২৫ ০৫:৫৬

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পরিবহনের সময় এক যাত্রীকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন।

আটক ব্যক্তির নাম মো. পান্নু হাওলাদার (৩০)। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার বাসিন্দা।

এপিবিএনের তথ্য অনুযায়ী, পান্নু হাওলাদার কক্সবাজার থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিএস ১৪২ ফ্লাইটে ঢাকায় আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১ নভেম্বর) রাতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের আগমনী গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন যে, পাকস্থলীতে লুকিয়ে ইয়াবা পরিবহন করছিলেন। বিমানবন্দরের কর্তব্যরত চিকিৎসক এক্স-রে পরীক্ষা করে তার পেটে বিপুল সংখ্যক ডিম্বাকৃতির বস্তু শনাক্ত করেন।

এরপর তাকে রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে নিয়ে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়। প্রাকৃতিক উপায়ে ১৩৬টি কসটেপ মোড়ানো পোটলা বের করা হয়, যেগুলো খুলে মোট ৬,৩৭৮ (ছয় হাজার তিনশত আটাত্তর) পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।

এপিবিএন জানায়, পান্নু হাওলাদার দীর্ঘদিন ধরে মাদক পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) এর ১০(গ) ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, ‘পাকস্থলীতে এত বিপুল পরিমাণ মাদক বহন সত্যিই অবাক করার মতো ঘটনা।

আমরা বিমানবন্দর এলাকায় মাদক চোরাচালানসহ যেকোনো অবৈধ কার্যক্রম রোধে সর্বদা সতর্ক ও সচেষ্ট আছি।’

তিনি আরও জানান, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ব্যবহার করে কোনো অপরাধ সংঘটিত হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।