ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমানো হয়েছে। নভেম্বর মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমিয়ে ১ হাজার ২১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। অক্টোবর মাসে এই দাম ছিল ১ হাজার ২৪১ টাকা।
রোববার (২ নভেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির এই নতুন মূল্য ঘোষণা করে। এই নতুন দর আজ (রোববার) সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো কর্তৃক ঘোষিত নভেম্বর (২০২৫) মাসের সৌদি সিপি (কন্ট্রাক্ট প্রাইস) অনুযায়ী মূল্য সমন্বয় করে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন
শুধু এলপিজি নয়, যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও কমানো হয়েছে। অক্টোবরে প্রতি লিটার অটোগ্যাসের দাম ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা। নভেম্বর মাসের জন্য তা কমিয়ে ৫৫ টাকা ৫৮ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ৭ অক্টোবর সর্বশেষ সমন্বয়েও এলপি গ্যাসের দাম কমানো হয়েছিল। তখন ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয় এবং অটোগ্যাসের দাম কমানো হয়েছিল প্রতি লিটারে ১ টাকা ৩৮ পয়সা।
উল্লেখ্য, গত ২০২৪ সাল জুড়ে এলপিজি ও অটোগ্যাসের দামে বেশ ওঠানামা দেখা গেছে। ওই বছর মোট ৭ বার দাম বাড়ানো হয়েছিল এবং ৪ বার কমানো হয়েছিল। এক মাস (ডিসেম্বর) দাম অপরিবর্তিত ছিল।

