রাঙামাটির কাউখালীতে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাইক চালক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
রবিবার (২ নভেম্বর) দুপুর দেড়টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের কাউখালীর বেতবুনিয়া চায়েরি বাজারের পুলিশ ফাঁড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল চালকের নাম পাইশিথোয়াই মারমা (৩৫)। তিনি উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের পূর্ব মনাইপাড়া এলাকার সুইচাঅং মারমার ছেলে এবং তিনি বেতবুনিয়ার কাশখালী উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
আহতরা হলেন, পাইশিথোয়েইয়ের স্ত্রী থুইপ্রুমা মারমা, আট বছর বয়সী মেয়ে মাসিসিং মারমা ও ৩ বছর বয়সী ছেলে হ্লাসাইউ মারমা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুর দেড়টায় উপজেলার বেতবুনিয়া চায়েরি বাজারে কাভার্ডভ্যানের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালকসহ চারজন আহত হয়।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত স্ত্রী সন্তানদের ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সোহাগ জানান, দুর্ঘটনাকবলিত কাভার্টভ্যানটি জব্দ করা হয়েছে। ভ্যানটির চালক আব্দুর রহিম (৩৮) পুলিশ হেফাজতে আছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


