রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জনি (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টার দিকে কাপ্তাই হ্রদে নৌকা নিয়ে মাছ ধরতে যান জনি। কিন্তু বেলা ১১টায়ও সে বাসায় ফিরে না আসায় তার মা তাকে খুঁজতে বের হন।
এ সময় বাড়ির অদূরে হ্রদে নৌকা ভাসতে দেখলেও তাতে জনি ছিল না। এটি দেখে তার মা এলাকার লোকজন নিয়ে নৌকা ভাসমান এলাকায় খোঁজাখুঁজি করলে একপর্যায়ে তার মরদেহ পাওয়া যায়।
নিহত জনির বাবা মো. বাবুল মিস্ত্রি জানান, সে মাছ ধরতে গিয়েছিল। সময় মতো ফিরে না আসায় আমরা তার খোঁজ করতে থাকি। কিন্তু নৌকায় কাউকে দেখতে না পাওয়ায় খোঁজাখুঁজি শেষে তার মরদেহ পাওয়া যায়।
রাঙ্গামাটি কোতোয়ালী থানার ওসি সাহেদ উদ্দিন জানান, নিহত জনির পরিবার সূত্রে জানা যায়, তার মৃগীরোগ ছিল। পুলিশ ঘটনাস্থলে আছে। নিহতের পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


