back to top

বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা হেমন্তী দেবী মারা গেছেন

প্রকাশিত: ০৩ নভেম্বর, ২০২৫ ০৭:০৫

মারা গেছেন জনপ্রিয় বলিউড অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা হেমন্তী দেবী। গত শুক্রবার (৩১ অক্টোবর) বিহারের গোপালগঞ্জ জেলার বেলসন্দ গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

ঘুমের মধ্যেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৯ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর মা গত শুক্রবার রাতে ঘুমের মধ্যে প্রয়াত হ্ন। শনিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।

এর আগে দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। পঙ্কজ ত্রিপাঠি সেই সময় তাঁর পাশে ছিলেন। আপনাদের সকলের কাছে অনুরোধ অভিনেতার মায়ের আত্মার শান্তিকামনা করুন।’

পঙ্কজের পরিবার মৃত্যুর আনুষ্ঠানিকতার সময়ে গোপনীয়তা বজায় রাখার অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ত্রিপাঠী পরিবার তাঁদের এই অপূরণীয় ক্ষতিতে শোকস্তব্ধ। সকলের কাছে অনুরোধ, শ্রীমতী হেমন্তী দেবীকে প্রার্থনায় রাখুন এবং পরিবারকে কিছুটা সময় দিন শোক সামলানোর।’

অভিনেতার মায়ের মৃত্যুর খবরে সোশাল মিডিয়ায় সমবেদনা জানিয়েছেন শুভাকাঙ্ক্ষীরা। এর আগে ২০২৩ সালে বাবাকে হারিয়েছিলেন পঙ্কজ ত্রিপাঠী।

একবার এক সাক্ষাৎকারে পঙ্কজ জানিয়েছিলেন, “তাঁর বাবা-মা কখনোই বুঝে উঠতে পারেননি তাঁর খ্যাতি বা সাফল্যের মানে আমার মা এখনও জানেন না আমি কী করি।

একদিন বললেন, ‘লোকেরা তোমার খোঁজে আসে কেন?’ তার কাছে আমি এখনও গ্রামের ছেলে। সিনেমার নায়ক নই।”