ফটিকছড়ি উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি কিরিচ, ১টি রামদা ও ১টি চাকুসহ আমান উল্লাহ (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৩ নভেম্বর) রাতে উপজেলার ভুজপুর থানাধীন দাঁতমারা ইউনিয়নের বড় বেতুয়া গ্রামের নোয়াপাড়া এলাকা থেকে এসব অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।
ভুজপুর থানার ওসি মাহবুবুল হক জানায়, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী আমান দৌঁড়ে পালানোর চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
পরে তার ঘর তল্লাশী করে তার হেফাজতে থাকা ১টি পিস্তল, ১টি ম্যাগজিন, ২ রাউন্ড গুলি, ২টি কিরিচ, ১টি রামদা ও ১টি চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে হাটহাজারী ও ভুজপুর থানায় ৫টি মামলা রয়েছে। আসামীকে আইনি প্রক্রিয়া শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
