back to top

সেগুন বাগান ইন্তেজামিয়া কমিটির মাহফিল সম্পন্ন

প্রকাশিত: ০৪ নভেম্বর, ২০২৫ ১৪:৫৩

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে সেগুন বাগান মাহফিল ইন্তেজামিয়া কমিটি ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রবিবার আয়োজিত এ মাহফিলে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। আজিমুশান মিলাদ মাহফিল প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছৈয়দ মোকাররম বারী, বিশেষ আকর্ষণ শায়ের মহিউদ্দিন তানভীর।

মাহফিলে বক্তারা বলেন “নবী করিম (সা.) সমগ্র বিশ্বের জন্য ছিলেন ত্রাণকর্তা। তাঁর আগমন না হলে আমরা মুসলিম পরিচয়ে গর্বিত হতে পারতাম না। তাঁর জন্ম ও ওফাত দিবসে এ ধরনের আয়োজন আমাদের জন্য সৌভাগ্যের।”

মাহফিল শেষে দোয়া, দরুদ পাঠ ও মোনাজাত করা হয়। এ সময় নবী রাসূলগণ ও আওলিয়ায়ে কেরামদের স্মরণ করা হয় এবং মুসলিম উম্মাহর ঐক্য ও কল্যাণ কামনা করা হয়।

উক্ত মিলাদ মাহফিলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিগণ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাতের পরিচালনা করা হয়।