কক্সবাজারের চকরিয়ায় ৮০ হাজার ইয়াবা ও মাদক বহনে ব্যবহৃত একটি অটোরিকশাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ নভেম্বর) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী ছিঁড়াপাহাড় এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বান্দরবনের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের তুলাতলী এলাকার মো. আমিনের ছেলে মোহাম্মদ শফি (৪৩), একই ইউনিয়নের কাগজীখোলা এলাকার মৃত ফজল করিমের ছেলে আমির হোসাইন (৫৪) এবং তুলাতলী গর্জনিয়া এলাকার আলী হোসাইনের ছেলে রফিক উল্লাহ (২৯)।
পুলিশ সূত্রে জানা যায়, সকালে চকরিয়ামুখী একটি অটোরিকশায় বিপুল পরিমাণ ইয়াবা পাচার হচ্ছে।
এমন সংবাদে চকরিয়া থানা পুলিশ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ফাঁসিয়াখালী ইউনিয়নের ছায়রাখালী ছিঁড়াপাহাড় এলাকায় বায়তুল ইজ্জত জামে মসজিদের সামনে অস্থায়ী তল্লাশি চৌকি স্থাপন করে।
এক পর্যায়ে সন্দেহজনক একটি অটোরিকশা থামালে তাতে থাকা তিন ব্যক্তি পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে তাদের গ্রেপ্তার করে।
পরে অটোরিকশায় তল্লাশি চালিয়ে একটি বস্তা থেকে ৮০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত মাদক ব্যবসায়ী।
তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


