back to top

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে প্রাণ গেল লরিচালকের

প্রকাশিত: ০৫ নভেম্বর, ২০২৫ ১৮:৫১

মিরসরাইয়ে ড্রাম ট্রাকের পেছনে রডবোঝাই লরির ধাক্কায় লরিচালক মো. নুরু মিয়া (৬৫) নিহত হয়েছেন।

বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

মো. নুরু মিয়া ব্রাহ্মণবাড়িয়ার মুরাদনগরের নেয়ামতপুর গ্রামের আব্দুস সালামের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় বিএসআরএমের স্ক্যাপবোঝাই ড্রাম ট্রাকের পেছনে রডবোঝাই লরিটি ধাক্কা দেয়। এতে লরির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় চালক নুরু মিয়া ভেতরে আটকা পড়েন।

খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে উপজেলার এক বেসরকারি হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশনের দলনেতা হায়াতুন্নবী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি, রডবোঝাই লরির চালক স্টিয়ারিংয়ে আটকা পড়েছেন।

প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বলেন, নিহত চালকের মরদেহ উদ্ধার থানায় নিয়ে আসা হয়েছে। তার স্বজনদের খবর দেওয়া হয়েছে এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি জব্দ করা হয়েছে।

আইনি পক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।