back to top

অভিযোগ ফেসবুকে নয়, সরাসরি আমাকে জানান: মেয়র শাহাদাত

প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫ ১৪:৪৯

গৃহস্থালির বর্জ্য সংগ্রহে বাড়তি ফি নিলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে না দিয়ে সরাসরি অভিযোগ করার অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে নগরের কাজীর দেউড়িস্থ একটি কনভেনশন সেন্টারে মেয়র হিসেবে দায়িত্ব পালনের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যেকালে তিনি এ কথা জানান।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, শহর পরিষ্কার রাখতে প্লাস্টিক রিসাইক্লিং প্রসেসের জন্য আলাদা কনটেইনার দিতে চেষ্টা করব। শতভাগ ময়লা কালেকশনে যদি সফল হতে পারি, জলাবদ্ধতা থাকবে না। সবাই যদি সচেতন না হয়, যতই পরিষ্কার করি কমবে না।

তিনি বলেন, প্রতিদিন নগরীতে তিন হাজার টন ময়লা হয়। এরমধ্যে ২২০০ টন কালেকশন করছি। বাকিটা করতে পারছি না। কি কারণে? শহরের বাসিন্দারা এই ময়লা ডাস্টবিনে না দিয়ে জানালা দিয়ে ফেলে দিচ্ছেন।

পথ চলতি যানবাহন থেকে ফেলছেন। এ কারণে ডোর টু ডোর চালু করেছি।

ডা. শাহাদাত হোসেন বলেন, জলাবদ্ধতা সমস্যা ৫০-৬০ ভাগ কমিয়ে আনতে সমর্থ হয়েছি। এখন পানির মধ্যে আর মানুষ বাস করে না।

আগে বহদ্দারহাট-মুরাদপুর নিয়ে নানা রকম কমেডি হতো। আগের মেয়র বাসা থেকে বের হতে পারত না। এবার ভৌগলিক কারণে ৫ মাস বৃষ্টি হচ্ছে। তবু সমস্যা হচ্ছে না।

চলতি বছর বর্ষাকাল দীর্ঘায়িত হবার কারণে জনগণকে কাঙ্ক্ষিত রাস্তা উপহার দিতে পারেননি জানিয়ে সিটি মেয়র বলেন, ৫০-৬০ টি বড় রাস্তা সামনের এক বছরে উপহার দেব।

১০ টি সেবা নিয়ে অ্যাপস ওপেন করব ডিসেম্বরে। ময়লা, রাস্তা, আলো, মশা, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এরকম ১০টি সেবা থাকবে- ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপসে।

তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার জন্য প্রাইমারি হেলথ কেয়ার সিস্টেম চালু করব আরবান হেলথ কেয়ার সেন্টারগুলোতে।

নগরীতে ৫টি জোনে ব্রেস্ট ফিডিং সেন্টার করা হবে। ডাকবাক্স ফাউন্ডেশন সিটি করপোরেশনের সঙ্গে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। আগামী মাস থেকে সেন্টার চালু করা হবে।

সিসিসির সচিব মোহাম্মদ আশরাফুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব পলাশ, সিএমপি কমিশনার হাসিব আজিজ, সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী মো. নুরুল করিম, চট্টগ্রাম ওয়াসার ভারপ্রাপ্ত এমডি মনোয়ারা বেগম, জেলা পরিষদের প্রশাসক নুরুল্লাহ নুরী, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম প্রমুখ।