back to top

ঘরের যেসব জায়গায় রাউটার রাখলে ওয়াইফাইয়ের গতি কমে

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫ ০৪:৪৭

আমাদের জীবনে এখন এমন এক সময় চলছে, যেখানে ইন্টারনেট ছাড়া একদিনও কল্পনা করা যায় না। কাজ হোক, ক্লাস, বিনোদন বা মোবাইল গেম—সবই এখন ওয়াইফাই নির্ভর।

কিন্তু মাঝে মাঝে দেখা যায় ওয়াইফাইয়ের গতি ভালো থাকার পর হঠাৎ করেই কমে যায়। এর পেছনে নেটওয়ার্ক কোম্পানির ভুল নয়, বরং রাউটারের ভুল জায়গায় অবস্থান দায়ী।

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ওয়াইফাই সিগন্যাল যত বেশি বাধার মুখে পড়ে, গতি ততই কমে যায়। তাই রাউটার কোথায় রাখবেন, সেটি খুবই গুরুত্বপূর্ণ।

চলুন জেনে নিই পাঁচটি এমন জায়গা যেখানে রাউটার রাখলে ওয়াইফাই স্পিড কমে যায়:

১. মেঝেতে রাউটার রাখা: মেঝেতে রাখলে সিগন্যাল ওপরের দিকে পৌঁছায় না, যার ফলে ঘরের ওপরের তলা বা দূরবর্তী জায়গার ডিভাইসগুলো সঠিক গতি পায় না।

২. ভারী আসবাবপত্র বা সোফার আড়ালে রাখা: সিগন্যাল শক্ত বস্তু যেমন আলমারি বা সোফার পেছনে আটকে যায়, ফলে গতি কমে যায়।

৩. বেসমেন্ট বা নিচতলায় রাখা: বৈদ্যুতিক তার, পাইপ ও লাইটের কারণে বেসমেন্টে সিগন্যাল দুর্বল হয় এবং ব্যবহারকারীর কাছ থেকেও দূরে থাকার কারণে গতি কমে যায়।

৪. আলমারি বা ক্যাবিনেটে রাখা: রাউটার লুকানোর জন্য ক্যাবিনেটের মধ্যে রাখলে সিগন্যাল ব্লক হয় এবং অতিরিক্ত গরম হওয়ার কারণে রাউটারের ক্ষতি হতে পারে।

৫. অন্য রাউটারের পাশেই রাখা: একাধিক রাউটার এক জায়গায় রাখলে সিগন্যাল কনফ্লিক্টের কারণে গতি মারাত্মকভাবে কমে যায়।

সেরা অবস্থান: রাউটার ঘরের মাঝখানে, উঁচু জায়গায় এবং দেয়াল বা বড় আসবাব থেকে দূরে রাখুন।

চারপাশে বাতাস চলাচলের ব্যবস্থা রাখলেই পাওয়া যাবে সর্বোচ্চ ওয়াইফাই স্পিড। প্লাস্টিক বা কাপড়ের ঝুড়িতে রাখলেও সমস্যা নেই, তবে ধাতুর উপর কখনো রাখবেন না।