back to top

চওড়া পেঁয়াজের বাজার, সবজিতে হতাশ ক্রেতারা

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫ ০৫:৪৯

এক সপ্তাহের ব্যবধানে ৩০ থেকে ৪০ টাকা বেড়ে চরম অস্থিরতা বিরাজ করছে পেঁয়াজের বাজারে। শীতের আগাম সবজির বাজারও কিছুটা চড়া। কিনতে হলে অধিকাংশ সবজিতে কেজি প্রতি গুনতে হচ্ছে ৫০ টাকার বেশি।

বাড়তি দামের উত্তাপ রয়েছে ডিম, মুরগি এবং মাছ বাজারেও। বাড়তি দামের বেড়াজালে তাই হতাশ ক্রেতারা।

আজ শুক্রবার (৭ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামে বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে সপ্তাহের ব্যবধানে বেড়েই চলেছে নিত্যপণ্যের দাম। আগাম শীতের সবজিতে কাচাবাজার সেজে উঠলেও নেই স্বস্তি।

দাম বেড়ে শিম ও গাজর প্রতি কেজি বিক্রি হচ্ছে একশ টাকারও ওপরে। মুলা ৩০-৪০ টাকা, পেঁপে ২৫-৩৫ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০-৬০ ও লাউ ৫০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া অন্যান্য সবজি কিনতে গুনতে হচ্ছে ৫০ থেকে ৮০ টাকা।

সবজির বাজারের পাশাপাশি চওড়া পেঁয়াজের বাজার। গত পাঁচদিনে পেঁয়াজের দাম বেড়েছে ৩০-৪০ টাকা। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকা। বিক্রেতারা বলছেন, পণ্যের সরবরাহ কম থাকায় দাম বেড়েছে।

দাম বাড়তি আমিষের বাজারেও। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৩৫-১৪২ টাকায়। এদিকে মুরগির দাম বেড়েছে কেজিতে ২০-৩০ টাকা। মাছের দামের উত্তাপও কম নয় বাজারে। যেকোনো মাছ কিনতে গেলেই কষতে হচ্ছে ৩০০ থেকে ২০০০ টাকা পর্যন্ত।

এদিকে, দামের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারি তদারকি প্রয়োজন বলে মনে করছেন ক্রেতারা।