কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে পরিত্যক্ত অবস্থায় একটি একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছেন ঘোনারপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত ১০টার দিকে রোহিঙ্গা ক্যাম্প-১৯-এর বি/১৫ ব্লকের আরটিএম হাসপাতালের পেছনের পাহাড়ের নিচ থেকে বিশেষ অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কিছু অজ্ঞাতনামা দুষ্কৃতকারী অপরাধ সংঘটনের উদ্দেশ্যে পাহাড়ের নিচে অবস্থান করছে বলে আমরা খবর পাই।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুষ্কৃতকারীরা উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে আরটিএম হাসপাতালের পেছনের পাহাড়ের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, উদ্ধার অস্ত্র ও গুলি উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার আলামত উখিয়া থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

