রাঙামাটি জেনারেল হাসপাতালের পোশাক পরিবর্তন কক্ষ থেকে সাথী বড়ুয়া (৩৭) নামে এক নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। সাথী বড়ুয়া রাঙামাটি জেনারেল হাসপাতালের সিনিয়র নার্স হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি শহরের দেবাশীষ নগর এলাকার সুমন বড়ুয়ার স্ত্রী।
জেনারেল হাসপাতাল থেকে জানা যায়, এদিন সকালে সহকর্মী নার্সদের সঙ্গে গল্প করার এক পর্যায়ে অসুস্থতার কথা বলে পোশাক পরিবর্তন কক্ষে যান সাথী বড়ুয়া।
পরে তার আসতে দেরি হলে সহকর্মীরা পোশাক পরিবর্তন কক্ষে গিয়ে সাথীর মরদেহ ঝুলতে দেখে।
রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
বর্তমানে হাসপাতালের মর্গে মরদেহ রাখা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘ময়নাতদন্তের পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’
এটি হত্যা নাকি আত্মহত্যা তদন্তের পর সে বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে মন্তব্য করেন সাহেদ উদ্দিন।
