back to top

প্রয়াত গায়ক জুবিন গার্গের স্ত্রী গরিমা হাসপাতালে ভর্তি

প্রকাশিত: ০৭ নভেম্বর, ২০২৫ ১৪:২৩

সদ্য প্রয়াত ভারতের কিংবদন্তি সংগীতশিল্পী জুবিন গার্গ–এর স্ত্রী গারিমা সাইকিয়া অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বামীর মৃত্যু ও তার পরবর্তী তদন্ত ঘিরে মানসিক চাপের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ বোধ করলে গারিমাকে দ্রুত গুয়াহাটির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকরা জানান, শোক আর অবসাদে তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছেন। তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছে এবং দীর্ঘ সময় ঘুম না হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

হাসপাতালে গারিমার রক্ত পরীক্ষা, ইসিজি ও আলট্রাসাউন্ডসহ বিভিন্ন পরীক্ষা সম্পন্ন হয়েছে।

বর্তমানে তিনি চিকিৎসক ব্রজেন লখর–এর তত্ত্বাবধানে আছেন। যদিও তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল, তবুও চিকিৎসকরা জানিয়েছেন, কবে ছাড়পত্র দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়।

জানা গেছে, জুবিনের মৃত্যুর পর তার অসমাপ্ত শেষ সিনেমা ‘রই রই বিনালে’–এর মুক্তির প্রস্তুতি নিয়েই দিনরাত ব্যস্ত ছিলেন গারিমা। স্বামীর শোক সামলাতে না পেরে এখন মানসিকভাবে বিপর্যস্ত তিনি।

গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে অনুষ্ঠিত নর্থ–ইস্ট ফেস্টিভ্যালে সাঁতার কাটার সময় আকস্মিকভাবে মারা যান সংগীতশিল্পী জুবিন গার্গ।

তার এই অকাল মৃত্যুর পর আসামজুড়ে নেমে আসে গভীর শোকের ছায়া, যা থেকে এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি তার পরিবার ও অনুরাগীরা।