অ্যাকশন ও রোমান্টিক জনরার সিনেমায় সাফল্যের পর এবার ভৌতিক সিনেমা নিয়ে হাজির হচ্ছেন নির্মাতা রায়হান রাফী। গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত রাফীর ‘তাণ্ডব’ সিনেমা বেশ প্রশংসা কুড়িয়েছিল।
এ নির্মাতার প্রতি দর্শকের প্রত্যাশা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এরই ধারাবাহিকতায় তার বহুল আলোচিত ভৌতিক সিনেমা ‘আন্ধার’ নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে।
সিনেমাপ্রেমীদের মনে প্রশ্ন কবে মুক্তি পাবে সিনেমাটি। অবশেষে জানা গেল ‘আন্ধার’ চলতি বছর নয়, আগামী বছরের শেষ দিকে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
সিনেমা মুক্তি প্রসঙ্গে গণমাধ্যমকে রাফী বলেন, ‘আমাদের গল্পে প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে। যে কাজগুলো দেশের বাইরে করতে হচ্ছে। এতে সময় লেগে যাবে প্রায় এক বছর।
আমাদের পরিকল্পনা সিনেমাটি এক বছর পর মুক্তি দেওয়ার। হয়তো ‘২৬-এর শেষের দিকে মুক্তি পাবে। এর মধ্যে আমরা নানাভাবে নিয়মিত সিনেমাটির প্রচার করে যাব।’
তারকাবহুল এ সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, রেহান, আফসানা মিমি, স্বর্ণালি চৈতির মতো জনপ্রিয় তারাকারা।
তবে তারকাদের ব্যাপারে সবসময় নিরব থেকেছনে রাফী। তিনি জানিয়েছেন ‘আন্ধার’-এর কাজ অনেক চ্যালেঞ্জিং। তাই কথা না বলে কাজ করে গেছেন।
রাফীর কথায়, ‘এখন পর্যন্ত যত সিনেমা করেছি, তার মধ্যে এই সিনেমার বাজেট সবচেয়ে বেশি, পরিসরও অনেক বড়। প্রথমবার হরর, রোমাঞ্চ ও থ্রিলার, গোয়েন্দা ঘরানার সিনেমা নিয়ে আসছি। কাজটা ছিল আমাদের জন্য চ্যালেঞ্জিং।
কথা বলার চেয়ে আমরা পুরো সময়টা সিনেমার প্রি-প্রোডাকশন, শুটিংয়ে দিয়েছি। কোনো আওয়াজ দিইনি। সিনেমায় সচরাচর ভৌতিক ঘরানার কাজকে দর্শক যেভাবে দেখেন, সেখানে একদমই আলাদাভাবে, নতুনত্ব নিয়ে আসার চেষ্টা করেছি।’
অর্থহীন ব্যান্ডের সংগীতশিল্পী সাইদুস সালেহীন সুমন ও ক্রিপটিক ফেইটের শাকিব চৌধুরীর ভৌতিক গল্প ‘আন্ধার’ নির্মিত হয়েছে ‘২২১ বি’ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে।

