চকরিয়া পৌরসভার সাব-রেজিস্টার অফিসের পেছনে হাইয়েস গাড়ি নিয়ে একদল ডাকাত প্রস্তুতি নিচ্ছে।
গোপন সোর্সের এমন তথ্যে শনিবার রাত ১২টা ৫ মিনিটের সময় বিশেষ অভিযান পরিচালনা করে চকরিয়া থানা পুলিশের একটি টিম।
এসময় আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় চার সদস্যকে আটক করতে সক্ষম হয় টিম চকরিয়া। অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত দুইটি হাইয়েস (মাইক্রোবাস) গাড়িও উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন
আটককৃতরা হলো-মোহাম্মদ সেলিম (৩৫), নাছির উদ্দিন(৪৫), তৌহিদুল ইসলাম (২৪) ও আবদুল্লাহ আল নোমান ওরফে শাহীন।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতারকৃতদের মধ্যে নাছির উদ্দিন ও আব্দুল্লাহ আল নোমান ওরফে শাহীন এর বিরুদ্ধে পূর্বেও একাধিক মামলা রয়েছে।
নাছির উদ্দিনের বিরুদ্ধে চকরিয়া ও চন্দনাইশ থানায় হত্যা ও ডাকাতি মামলা, আর শাহীনের বিরুদ্ধে মহেশখালী থানায় চুরি ও ডাকাতির মামলা রয়েছে।
এ বিষয়ে চকরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, আটককৃতরা সবাই আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।
তারা বিভিন্ন জেলা-উপজেলা ও ইউনিয়নে দলবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরেই ডাকাতি সংঘটিত করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানালেন ওসি।

