চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আমদানি নিষিদ্ধ ক্রিম ও ব্যাগেজ সুবিধার অতিরিক্ত প্রায় ৪ লাখ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রী মো. গিয়াস উদ্দিন (৩৭) এর কাছ থেকে এসব পণ্য জব্দ করে বিমানবন্দর কাস্টমস গোয়েন্দা ও এনএসআই।
পরে তার আগের নেতিবাচক রেকর্ড না থাকায় পাসপোর্ট দেখে গোয়েন্দা প্রতিনিধির উপস্থিতিতে মৌখিকভাবে সতর্ক করে তাকে ছেড়ে দেওয়া হয় বলে জানায় বিমানবন্দর কর্তৃপক্ষ।
জব্দ পণ্যগুলোর মধ্যে রয়েছে- ৫ কার্টন বিদেশি সিগারেট, ৬টি গুগল পিক্সেল ফোন, একটি ডেল ল্যাপটপ এবং আমদানি নিষিদ্ধ ১২টি বিউটি ক্রিম।
বিমানবন্দর কর্তৃপক্ষের জনসংযোগের দায়িত্বে থাকা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, দুবাই থেকে আসা যাত্রীর কাছ থেকে বিদেশি সিগারেট, মোবাইল, ল্যাপটপ এবং আমদানি নিষিদ্ধ ক্রিম জব্দ করা হয়েছে।
প্রাথমিকভাবে যাত্রীকে মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, আমদানি নিষিদ্ধ ক্রিমগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে বিনষ্ট করা হবে। জব্দ করা অন্য পণ্যগুলোর মধ্যে সিগারেট, মোবাইল ও ল্যাপটপটিতে রাজস্ব বোর্ডের নিয়ম অনুযায়ী ৮৫ হাজার ৫০০ টাকা শুল্ক নির্ধারণ করা হয়েছে। যাত্রী নিয়মমাফিক শুল্ক দিয়ে এগুলো নিয়ে যেতে পারবেন।
প্রাথমিকভাবে জব্দ করা পণ্যগুলো কাস্টমস হেফাজতে রাখা হয়েছে। জব্দ করা পণ্যের বাজারমূল্য ৪ লাখ টাকার কিছু বেশি বলে জানান তিনি।

