back to top

খাগড়াছড়িতে মোটরসাইকেলের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ০৬:০১

খাগড়াছড়ি জেলার পানছড়ি বাবুরোপাড়া এলাকায় বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গতকাল শনিবার (০৮ নভেম্বর) ৪টার দিকে দুর্ঘটনায় আহত হওয়ার পর রাত ১০টার দিকে চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত ওই শিক্ষকের নাম সেনা রঞ্জন ত্রিপুরা (২৬)। সে উপজেলার লোগাং উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং চিনালা চিগোন চানপাড়া এলাকার বাসিন্দা। সেনা রঞ্জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (১৩-১৪) সেশনের সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল ৪ টার দিকে স্কুল ছুটির পরে বাড়িতে ফেরার সময় রাস্তায় পেছন থেকে একটি বেপরোয়া মোটরসাইকেল ধাক্কা দেয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার খাগড়াছড়ি সদর হসপিটালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়।

পরে সিটিস্কেন করার পর কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রামে রেফার করে। রাত ১০টার দিকে চট্টগ্রাম ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোগাং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান প্রত্যত্তুর চাকমা বলেন, চার মাস আগে লোগাং উচ্চ বিদ্যালয়ে যোগদান করেছিল সেনা রঞ্জন ত্রিপুরা।

দুর্গম এলাকার সাধারণ একটা পরিবার থেকে অনেক কষ্ট করে উঠে এসেছে ছেলেটি। পরিবারে তার উপর নির্ভরশীল বৃদ্ধ বাবা-মা। তার দুই শিশু সন্তান রয়েছে।

খাগড়াছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, দুর্ঘটনার বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ করেননি।