back to top

সদরঘাটে শতবর্ষী কালী মন্দিরে প্রতিমার গয়না ও টাকা চুরি

প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৫ ১২:১৬

চট্টগ্রামে দেড়শ বছরের পুরোনো এক কালী মন্দিরে প্রতিমার গয়না ও দান বাক্স থেকে টাকা চুরির ঘটনা ঘটেছে।

মন্দিরের সেবায়েতদের ধারণা, শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রবিবার (৯ নভেম্বর) ভোররাতের মধ্যে নগরীর সদরঘাট কালী মন্দিরে চুরির ঘটনাটি ঘটতে পারে।

রবিবার সকালে চুরির ঘটনাটি চোখে পড়ে। সকাল ৭টার দিকে মন্দিরের দরজা খুলতে গিয়ে চুরির বিষয়টি টের পান বলে জানিয়েছেন মন্দিরের সেবায়েত পরিবারের সদস্য সানা ভট্টাচার্য্য।

সানার ভাষ্য মতে, প্রায় ১৫০ বছরের পুরোনো কালী মন্দিরটিতে এই প্রথম চুরির ঘটনা ঘটেছে।

বলেন, মন্দিরের মূল ফটকের দরজার তালা ঠিক আছে। আমাদের ধারণা মন্দিরের পেছনে ঘরের চালের উপরে উঠে মূল মন্দিরের ভেন্টিলেটরের ফাঁক দিয়ে চোর মন্দিরে প্রবেশ করতে পারে।

চোরের দল কালীর মাথায় থাকা প্রতিটি চার ভরি ওজনের একটি স্বর্ণ ও একটি রুপার মুকুট, কানের দুল, দুই ভরি ওজনের লকেটসহ চেইন, চার ভরি ওজনের রুপার মুণ্ডমালা, চার আনা ওজনের স্বর্ণের লকেট ও দান বাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে গেছে।

সেই দানবাক্সে ৬০/৭০ হাজার টাকা থাকতে পারে। তবে মনে হয় না, পুলিশ চোর/ডাকাত ধরবে।